ভ্রাম্যমান প্রতিনিধি : নরসিংদীর পলাশে ০৩ টি চোরাই গরু উদ্ধার সহ ফেরদৌস মিয়া(৪১) নামে ১গরু চোরকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ। এ সময় চোরদের ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও উদ্ধার করা হয়।
বুধবার (৮ সেপ্টেম্বর) রাত ০২:৪৫ ঘটিকার সময় নরসিংদীর পলাশ থানার এসআই(নিরস্ত্র) আব্দুল্লাহ আল মামুন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় এক অভিযানে গরুসহ এই চোর আটক করা হয়।
আটককৃতের পিতার নাম মো: হানিফা, মাতা-মোসা: হাশেদা বেগম সাং-শ্যামতলী, পটিয়া, ডাকঘর-নূরালাপুর, থানা-মাধবদী জেলা-নরসিংদী।
এসময় তার সাথে থাকা চুরি করা ০৩টি গরু, যাহা ০১টি কালো রংয়ের, ০১টি লাল রংয়ের ও অন্য ০১টি সাদা রংয়ের গরু এবং চোরদের ব্যবহৃত একটি কাভাার্ডভ্যান, যাহার রেজি:-ঢাকা মেট্রো-ন-১৩-৬৮৮৪ উদ্ধার করা হয়।
এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে বলে জানায় পলাশ থানা পুলিশ। উল্লেখিত গরুগুলো সনাক্ত পূর্বক প্রকৃত মালিকদের পলাশ থানায় আসার জন্য অনুরোধ করা হইল।