হুমায়ুন মিয়া নরসিংদী ঃ
মাধবদী থানার চরদীঘলদী ইউনিয়ন এর জিৎরামপুর থেকে অস্ত্রসহ এক ডাকাত কে আটক করেছে পুলিশ।
পুলিশের প্রেসনোট থেকে জানা যায়, নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এর দিক নির্দেশনায় মাধবদী থানা অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এমদাদুল হক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) রাত প্রায় ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জিৎরামপুর আবুল হোসেন এর বাড়ির উত্তর-পূর্ব কোণে ঝোপের পাশে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামি মোঃ আসিফ (১৯) পিতা- শওকত মিয়া গ্রাম -মির্জারচর থানা-রায়পুরা -জেলা নরসিংদী গ্রেফতার করা হয়।
এসময় আসামীর কাছ থেকে তিনটি (০৩) দেশীয় কাঠের বাঁকা বাট যুক্ত লোহার তৈরি পাইপগান, একটি (০১) দেশীয় কাঠের বন্দুকের বাঁকা বাট, ৩৪টি বিভিন্ন রংয়ের সীসা কার্তুজ, বিভিন্ন রংয়ের আটটি (০৮) ককটেল মতো বোমা উদ্ধার করে।
গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাধবদী থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের দুইটি (০২) পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনী প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পলাতক আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও উল্লেখ করা হয়।