মাধবদী প্রতিনিধি :-
আজকে একাধিক মামলার আসামি ও মাদক বিক্রেতা ফ্রান্স কে আটক করেছে মাধবদী থানা পুলিশ । মাধবদী থানা পুলিশ সূত্রে জানাযায়,মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান এর নির্দেশে এস আই (নিঃ) ইউসুফ আহম্মেদ ও সঙ্গীয় ফোর্সসহ ডাকাতি ও মাদক মামলার তালিকাভুক্ত আসামি গোপন সংবাদের ভিত্তিতে পাঁচদোনা বাবুবাড়ি এলাকা থেকে রাকিবুল ইসলাম ওরফে ফ্রান্স (৩০) কে ৩২ পিছ ইয়াবাসহ আটক করে। আটককৃত রাকিবুল ইসলাম ওরফে ফ্রান্স সাং- পাঁচদোনা (বাবুই বাড়ী) থানা-মাধবদী জেলা নরসিংদী মৃত লোকমান হোসেন এর ছেলে।পরে মাধবদী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। মামলা নং ২৪। এলাকাবাসী জানায়,সে দীর্ঘদিন ধরে পাঁচদোনা এলাকায় মাদক বিক্রি করে ব্যবসা চালিয়ে যাচ্ছিল।