এম.শরীফ হোসেন: বোরবার ( ৫ জানুয়ারি) রাত সোয়া নয়টায় ঢাকা হতে আগত দ্রুতগামী একটি প্রাইভেটকার মাধবদী যাবার পথে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি অটো মিশুককে ধাক্কা দেয়। এতে করে মিশুকে থাকা মিশুকের ড্রাইভার দূরে ছিটকে পড়ে মাথায় রক্তাক্ত যখম হয়। এসময় আশপাশে থাকা লোকজন আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়। আহত ড্রাইভার স্থানীয় কান্দাইল পূর্বপাড়া গ্রামের সেরাজুর হক ওরফে কেুরু মিয়ার ছেলে রিফাত হোসেন(২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিশুক অটোটি কান্দাইল বাসস্ট্যান্ডের পূর্ব সাইড হতে পশ্চিম সাইডে আসার জন্য সড়কে উঠলে ঢাকা হতে আগত দ্রুতগামী অজ্ঞাত একটি প্রাইভেটকার মিশুককে ধাক্কা দেয়। এতে করে মিশুকের ড্রাইভার রিফাত হোসেন অটো থেকে ছিটকে প্রায় ১০ ফুট দূরে গিয়ে লুটিয়ে পড়ে। সাথে সাথে ড্রাইভার রিফাতের মাথা ও কান ফেটে রক্তাক্ত হলে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে দ্রুত মেডিক্যাল নেয় উপস্থিত জনতা।
সর্বশেষ তথ্যানুযায়ী আহত রিফাত ঢাকা মেডিকেল কলেজের আই.সি.ইউ-তে আছে বলে জানা গেছে। এদিকে ঘাতক প্রাইভেটকারটিকে উপস্থিত জনতা আটকের চেষ্টা করলেও গাড়িটি দ্রুত গতিতে চলে যায়।