সুমন পালঃ
ডাঙ্গা হাইস্কুল মাঠে ৭দিন ব্যাপী ডাঙ্গা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন উদ্বোধন করা হয়েছে ৩রা জানুয়ারী শুক্রবার বিকেলে।
ডাঙ্গা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ইকবাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামী মহা সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আবদুল মঈন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানা বিএনপির সহ-সভাপতি হাজী শফিকুল ইসলাম স্বপন, ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ঘোড়াশাল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনির হোসেন (ভিপি মনির), মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ইফতেখার আলম বাবলা, ডাঙ্গা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সভাপতি ইছাদ চৌধুরী, মহা সচিব আলহাজ্ব আলমগীর হোসেন (টিটু), ডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ডাঙ্গা আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনে যুগ্ম মহাসচিব আমজাদ হোসেন রোমান সহ ধর্মপ্রাণ মুসল্লিগণ।