সুমন পালঃ
নরসিংদী সদর উপজেলাধীন মাধবদী থানার অন্তর্গত কাঠালিয়া ইউনিয়নে কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। মাধবদী থানায় মামলা সূত্রে জানাযায়, চৌঘরিয়া গ্রামের দেলু মিয়া রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে দেলু মিয়ার পঞ্চম মেয়ে ভাই ভাই স্পিনিং মিলে কাজ করতো। ধর্ষক রাকিব(২১) একই গ্রামের খবির উদ্দিন এর ছেলে। গত ২২মার্চ ধর্ষকের স্ত্রী ও মা বাড়িতে না থাকায় প্রতিবেশী দেলু মিয়ার স্ত্রী নাজমা বেগম কে মাছ কেটে দিতে বলে। নাজমা মাছ কাটা শেষে তার মেয়েকে বলে মাছ গুলো পোটলা করে রাকিবের ঘরে দিয়ে আসতে। মায়ের কথা মতো মাছ গুলো নিয়ে রাকিবের ঘরে প্রবেশ করলে রাকিব তার ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক জড়িয়ে ধরে পড়নের কাপড় খুলে মুখ চেপে ধরে মেয়ের ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে। ধর্ষণ শেষে তাকে ছেড়ে দিলে সে ঘরে এসে নাজমা কে জানালে সে লোকজন নিয়ে রাকিব কে জিজ্ঞাসা করতে গেলে সে পালিয়ে যায়। পরবর্তীতে মাধবদী থানায় এসে নাজমা বেগম বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করলে মাধবদী থানা পুলিশ রাকিব কে আটক করে কোর্টে প্রেরণ করে। মাধবদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নং ১৬।