সুমন পালঃ
নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ‘মা তাঁরা সংঘের আয়োজনে দুধ বিতরণ করা হয়েছে। গত ২২ ও ২৩ মার্চ শুক্র ও শনিবার মাধবদী বাজার দুধ পট্টিতে দুই দিন ব্যাপী ২০টাকা দরে ১লিটার পরিমান দুধ বিতরণ করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সকলের মাঝে ৭শত লিটার দুধ বিতরণ করা হয়েছে। দুধ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ‘মা তাঁরা সংঘের’ সদস্য জীবন কৃষ্ণ সাহা, অরবিন্দু বণিক সহ মা তাঁরা সংঘের অন্যান্য সদস্য বৃন্দ। মা তাঁরা সংঘের সদস্য জীবন কৃষ্ণ সাহা জানান, আজ থেকে প্রায় ১২/১৪ বছর আগে আমাদের ‘মা তাঁরা সংঘের’ যাত্রা শুরু। আমাদের এ সংঘের সদস্য সংখ্যা ১১জন। মা তাঁরা সংঘের পক্ষ থেকে বছরে ৩/৪ বার বিভিন্ন উপকরণ বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় দুই দিন ব্যাপী নামমাত্র মূল্যে দুধ বিতরণ করছি। রমজান মাসে দুধের মূল্য বৃদ্ধির কারণে রোজা রেখে অনেকে দুধ কিনে খেতে পারে না, তাদের কথা চিন্তা করে আমাদের সামর্থ্য অনুযায়ী এ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে দুধ বিতরণের পরিমাণ আরো বৃদ্ধি করা হবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে মা তাঁরা সংঘের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হবে। ‘মা তাঁরা সংঘের আরেকজন সদস্য অরবিন্দু বণিক বলেন, ‘মা তাঁরা সংঘের পক্ষ থেকে বিগত ১৫ বছর যাবত আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছি। রমজান মাস উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হবে।