1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে সৌজন্য সাক্ষাতে খায়রুল কবির খোকন মাধবদীতে ১২লক্ষ টাকার মাদক সহ দুই জন আটক ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে দাঁড়ানোর আশ্বাস মাধবদীতে অটোসহ নিখোঁজের ১৮ দিনেও রমজানের সন্ধান পায়নি পরিবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সাবেক মেয়র হাজী মোহাম্মদ ইলিয়াছ কিশোর কলি যুব সংঘের আয়োজনে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট জামিন চাইতে গিয়ে হত্যা মামলার তিন আসামী আটক জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন মাধবদীতে মরহুম আব্দুল করিম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত মাধবদীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাজারে বেড়েছে সবজির সরবরাহ, শীত মৌশুমে মাধবদীতে কমতে শুরু করেছে সবজির দাম

  • আপডেট সময়: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৪৫৫ জন দেখেছেন

মো:নুর আলম:
নরসিংদীর মাধবদীতে প্রতি সোমবার বসে ঐতিহাসিক হাট। আর এই হাট থেকেই প্রয়োজনীয় বাজার সাড়েন অনেক পরিবার। নরসিংদীর বেশির ভাগ এলাকায় সবজি উৎপাদন হয় বলে সরবরাহ বাড়ার সাথে সাথে কমতে শুরু করেছে সবজির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে সংখ্যা গরিষ্ঠ সবজির দাম ১০-২০ টাকা পর্যন্ত কমেছে।
আজ সোমবার মাধবদী বাজারের ঘুরে দেখা যায়, লম্বা ও গোল বেগুনের দাম কেজি প্রতি কমেছে ৩০-৪০ টাকা। যা গত সপ্তাহেও ছিল কেজি প্রতি ৯০-১০০ টাকা। এ ছাড়া শিমের দাম ১০০ থেকে কমে ৬০ হয়েছে টাকা, কাঁচা মরিচ কেজি প্রতি ৯০ থেকে ১০০ টাকা যার পূর্ববর্তী মূল্য ছিল ১৫০-১৬০ টাকা। প্রতি পিস ফুলকপি ৪০-৫০ টাকা, কচুর লতি আটি প্রতি ৫০ টাকা যা গত সপ্তাহে ছিল ৭০-৮০ টাকা। লাউ ধরন ভেদে ৫০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। করলা, ধুন্দুল, ঝিঙে, লাল শাক ও পুই শাক এখন বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকার মধ্যে। এ ছাড়া প্রতি কেজি পেঁপে ১৫-২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি আলরু দাম কেজি প্রতি ১০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ৫০ টাকায়। তবে নতুন আলু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। বাজারে পাকা টমেটো, গাজর ও শশার মতো বেশ কিছু সবজির দাম এখনো বেশি। এসব সবজির কেজি ১০০ টাকার আশপাশে।
সাপ্তাহিক হাটের সবজি বিক্রেতা শরিফ মিয়া বলেন, আগের তুলনায় সবজির দাম কমেছে। বাজারে নতুন নতুন সবজি আসতে শুরু করেছে। তবে পরিবহন ব্যয় বেশি হওয়ায় দাম কমার প্রভাব তেমন পড়ছে না।
বাজার করতে আসা রফিকুল ইসলাম বাদল বলেন, সবজির দাম একটু কম মনে হচ্ছে। আমাদের প্রতি সপ্তাহেই প্রয়োজন মতো বাজার করতে হয়। তবে অন্যান্য নিত্তপন্যেও দাম কমলেই এই দাম ফলপ্রসু হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.