নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর মাধবদীতে বিএনপির ডাকা ২দিন হরতালের বিরুদ্ধে আজ ২য় দিন ব্যাপী অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে মাধবদী পৌরসভা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন মানিকের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে ৎআজ সকালে মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় এই অবস্থান কর্মসূচি করে নেতা-কর্মীরা। পরবর্তীতে মিছিল শুরু করে ঢাকা-সিলেট মহাসড়কসহ শহরের বিভিন্ন গুনুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাধবদী পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।
এসময় মাধবদী পৌর আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
# নরসিংদী।
মকবুল হোসেন মাধবদী নরসিংদী