মুহাম্মদ মুছা মিয়াঃ নরসিংদীর মাধবদীতে নরসিংদীতে অবস্থিত নিজ বাসা থেকে জামেয়া ই কাসেমিয়া কামিল মাদরাসার অধ্যাপক ও জামেয়া মসজিদ কমপ্লেক্সের খতিব হযরত মাওলনা আবুল কালাম আজাদ ও মাধবদীর হোমিওপ্যাথিক ডাক্তার মোঃ আলতাফ হোসেনকে মাধবদীতে অবস্থিত তার নিজ বাসা থেকে গভীর রাতে গ্রেফতার সংবাদ পাওয়া গেছে। অপরদিকে পুলিশের দাবী মাধবদী পুরাতন রেল স্টেশন থেকে নাশকতার জন্য গোপন বৈঠক থেকে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। আজ রোববার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করে। আসামীদের স্বজনদের দাবী রাতে নিজ বাসায় অবস্থান করা অবস্থায় পুলিশ কোনরকম ওয়ারেন্ট ছাড়া তাদের গ্রেফতার করে নিয়ে আসে।
গ্রেফতারের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান বলেন পুলিশ তাদের টহল টিম নিয়ে মাধবদী পুরাতন রেল স্টেশন পৌঁছালে আসামীরা পুলিশের উপর ককটেল নিক্ষেপ করে। এসময় নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক থেকে উল্লেখিত দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের দুইজনই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য। পরে গ্রেফতার হওয়া দুইজনসহ ১৩ জনের নাম উল্লেখ করে ১৯৯৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়।
মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫