সুমন পালঃ নরসিংদীর মাধবদীতে ছোট মাধবদী যুব সমাজ এর আয়োজনে একরামুল স্মৃতি সংঘ ছোট মাধবদী ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও দল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ ১৮ সেপ্টেম্বর সোমবার স্থানীয় কমিউনিটি সেন্টারে। ফুটবল টুর্নামেন্টে ৪টি দলের অংশ গ্রহণে এ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। অংশ গ্রহণকারী দল গুলো হলো ছোট মাধবদী টাইগার্স, ছোট মাধবদী লায়ন্স, ছোট মাধবদী কিংস, ছোট মাধবদী ওয়ারিয়রস্। জার্সি উন্মোচন ও দল পরিচিতি সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন ছোট মাধবদী যুব সমাজের উপদেষ্টা শাহাদাত হোসেন ভূইয়া মিঠু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। জার্সি উন্মোচন ও খেলোয়াড়দের পরিচিতি করিয়ে দেন ছোট মাধবদী যুব সমাজের আহবায়ক মাহমুদুল হাসান শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফ্রিলান্সার ডেভেলপমেন্ট আইটির সিইও ইউসুফ আহমেদ, ছোট মাধবদী যুব সমাজের উপদেষ্টা তপন মাহমুদ, পালকি কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী রানা মোল্লা সহ সকল দলের খেলোয়াড় বৃন্দ। অনুষ্ঠানে সকল দলের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়।