সুমন পালঃ
১০৬তম বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ২৯জানুয়ারী বুধবার। বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য ও পাইকারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোঃ মাইনুল ইসলাম ভূইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, নরসিংদী সদর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্র ছাত্রীরাই আগামী দিন এ দেশকে পরিচালনা করবে। সেজন্য তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আর এ দায়িত্ব অত্র প্রতিষ্ঠানের শিক্ষকদের নিতে হবে। তিনি আরো বলেন জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অসমাপ্ত কাজগুলো করার চেষ্টা করবে। বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য হাজী মোঃ আলমগীর মিয়া। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মনিরুজ্জামান খন্দকার, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি হাজী আঃ রাজ্জাক খাঁন(বাদশা), বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সবুর, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য মোঃ নুরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য হাজী মোঃ করিম মেম্বার প্রমুখ।