মকবুল হোসেন, ঃ গতকাল ১১ জুলাই মঙ্গলবার রাত ১২ টায় নরসিংদীর মাধবদী সোনার বাংলা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয় ৭ টি দোকান। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের ২ টি ও নরসিংদী ফায়ার সার্ভিসের ২টিসহ মোট ৪টি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুরে যায় ছাই হয়ে যায় ৭ টি ইলেকট্রিক, সুতা ও পার্সের দোকানের মুল্যবান মালামাল। টিন ও কাঠের তৈরি হাজি ফিরোজ মিয়া মার্কেটের দোকান ও কাঠের পাটাতনে মালামালে ভর্তি ছিল। যা পুরে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল বাশার জানায় চারটি ইউনিট আপ্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অনেক স্বেচ্ছাসেবী ও অগ্নিনির্বাপণে সহায়তা করে। আগুন লাগার কারণ জানা যায় নাই। অগ্নিকান্ডের খবর শুনে মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার, নরসিংদী সদর এসিল্যান্ড, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ রাতেই ঘটনার স্থল পরিদর্শন করেন।