1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদী জেলা ছাত্রকল্যান পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা আমাদের প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিন নরসিংদী জনসভায় জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান  নরসিংদীর শিবপুরে অবৈধ গ্যাস ব্যবহার করায় মোবাইল কোর্টে নগদ ৬০ হাজার টাকা আদায়।।  গাজীপুরের হামলায় মাধবদীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে সমাবেশ মাধবদী ও বাবুর হাটকে ধ্বংসের নীল নকশার বিরুদ্ধে প্রতিবাদ সভা মাধবদীতে দোকানীকে রক্তাক্ত জখম করে টাকা লুট বেলাবতে শিশুদের জন্য ফ্রী হৃদরোগ সেবা প্রদান মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ নরসিংদীতে ৪০ কেজি গাজা ও একটি বাস সহ আটক-৩

মোঃ মনিরুজ্জামানকে আহ্বায়ক ও শফিকুল ইসলাম গাজীকে ১নং যুগ্ম আহ্বায়ক করে মাধবদী শহর আ’লীগের কমিটি গঠন।

  • আপডেট সময়: রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

 

মকবুল হোসেন , নরসিংদীঃ মোঃ মনিরুজ্জামানকে আহ্বায়ক, মোঃ শফিকুল ইসলাম গাজী, মোঃ শাহিনুর মিয়া ও মোঃ মিনহাজুর রহমান ফয়সালকে যুগ্ম আহ্বায়ক করে মাধবদী পৌরসভা আ’লীগের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মাধবদী পৌরসভা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বোচ্চাচারিতা, নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থানের অভিযোগে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (৭ জানুয়ারি) মাধবদী থানা আওয়ামী লীগের প্যাডে থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা পবিত্র রঞ্জন দাস মহাদেব স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয় মাধবদী থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক মাধবদী থানা আওয়ামী লীগের আওতাধীন মাধবদী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড, জেলা ও থানা আওয়ামী লীগের কমিটির প্রতি অবজ্ঞা প্রদর্শন ও অসহযোগিতা, জাতীয় কর্মসূচি সহ মাধবদী থানা আওয়ামী লীগের কর্মসূচি সমূহে অংশগ্রহণ না করা, সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটি থেকে দলের দুর্দিনের ও দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের নাম কর্তন করে বিএনপি-জামাতের লোকদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা, সম্মেলনের মাধ্যমে গঠিত ওয়ার্ড কমিটি ভেঙ্গে বিধি বহির্ভূতভাবে বিএনপি জামাতের লোকদের দিয়ে পকেট কমিটি গঠন করা, একই ওয়ার্ড কমিটি মনগড়া মতো বারবার পরিবর্তন করা, জেলা ও থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে অসদাচরণ, সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মারধর ও লাঞ্ছিত করা, থানা আওয়ামী লীগের সভায় বাধা প্রদান করা ও সভা বন্ধ করার চেষ্টা করা, দলীয় নেতা কর্মীদের উপর সন্ত্রাসী হামলা করা, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের মদদ দান ও দলীয় প্রার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করা, সাংগঠনিক কর্মকান্ডে নিষ্ক্রিয়তা সহ সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে মাধবদী পৌরসভা আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে নতুন আহবায়ক কমিটি প্রদান করা হয়। উক্ত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করবে বলে ও চিঠিতে উল্লেখ করা হয় ।

মকবুল হোসেন মাধবদী নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.