নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী ফায়ার সার্ভিসের সদস্যদের দক্ষতায় পরিত্যাক্ত কুপ থেকে জীভন্ত অবস্থায় রক্ষা পায় একটি মহিষ।
জানা যায়, জেলার শিবপুর উপজেলার সৃষ্টিঘর নতুন আটাশিয়া এরাকার সফর এগ্রো ফার্মের মালিক শফিকুল ইসলাম সারে তিন লাখ টাকা দিয়ে কোরবানী দেয়ার জন্য একটি মহিষ ক্রয় করেন। শনিবার (৯ জুলাই) সকাল প্রায় সারে ১১ টার দিকে মহিষটি বাড়ির পাশে বেধে রাখা হয়।এক পর্যায়ে মহিষটি উত্তেজিত হয়ে ছুটোছুটি করলে পাশে একটি পরিত্যাক্ত কুপে পড়ে যায়।এই অবস্থায় মহিষটিকে নিজস্ব ব্যবস্খাপনায় উদ্ধার করতে ব্যর্থ হয় স্থানীয়লা। পরে সরকারী সেবা ৯৯৯ নম্বরে কল দেন স্থানীয়রা।এই সেবার ফলশ্রুতিতে ফায়ার সার্ভিসের নরসিংদী স্টেশনের স্টেশন অফিসার রায়হান আহমেদ এর নেতৃত্বে একটি দল ঘটনাস্থল এসে প্রায় দুই ঘন্টার চেষ্টায় মহিষটিকে জীবন্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।