মাধবদী সংবাদদাতা ঃ নরসিংদী জেলার মাধবদী থানা পুলিশ মধ্যবিরামপুর থেকে চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে। মামলা সূত্রে জানাযায়, মাধবদী থানার মধ্যবিরামপুর এলাকার ওমর ফারুক এর ছেলে মোঃ ফয়সাল(২০)। ফয়সাল মোটর সাইকেল চোর চক্রের অন্যতম সদস্য। সে বিভিন্ন সময় বিভিন্ন ঠিকানা ব্যবহার করে মামলা থেকে পার পেয়ে যায়। সে দীর্ঘদিন যাবৎ লোক মারফত চোরাইকৃত মোটর সাইকেল নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানা পুলিশ ফয়সালের বাসার নিচ থেকে মোটর সাইকেলের সামনে ও পেছনে পুলিশ লেখা (রয়েল এনফিন্ড) ব্রান্ডের একটি মোটর সাইকেল উদ্ধার করে। এসময় গাড়ির কাগজপত্র দেখাতে বললে তারা কোন কাগজপত্র দেখাতে পারে নি। পুলিশের উপস্থিতি টেরপেয়ে মোটর বাইকের মালিক ফয়সাল পালিয়ে যায়। পরে পুলিশ মোটর সাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনা জানতে পেরে সাংবাদিকরা ফয়সালের বাসায় গেলে ফয়সালের মা ও তার বোন সংবাদ কর্মীদের সাথে রুঢ় আচরণ করে এবং মাধবদীর বেশ কয়েকজন সাংবাদিকদের পরিচয় দিয়ে বলে আমাদের কে কিছুই করতে পারবে না পুলিশ ও সাংবাদিক। খোঁজ নিয়ে জানাযায় ওমর ফারুকের বাড়ি নোয়াখালী জেলায়। সে রসুলপুর মৃত আব্দুল মজিদ মেম্বারের মেয়ে মোসাঃ শিখার স্বামী। বিরামপুর মহল্লাবাসী জানায়, ওমর ফারুক একজন এলাকার চিহিৃত সুদী ব্যবসায়ী। ফয়সাল বর্তমানে নরসিংদী জেলা কারগারে রয়েছে। পুলিশ তার বিরোদ্ধে অনুসন্ধান অব্যাহত রেখেছে বলে জানাযায়।