আবদুল হান্নান মানিক
নরসিংদী শিবপুরে ২৮ আগষ্ট বেলা ১১ টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে মত বিনিময় সভায় সভাপতিত্ব করে শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস,এম,খোরশেদ আলম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ফাহিমুল আরিফিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা দিলীপ কুমুর ধর, শিবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন খান, শিবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: নূরুল ইসলাম নূরচান, মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য ডালিম খান, সদস্য শেখ মানিক প্রমূখ। ২৯ আগষ্ট থেকে জাতীয় মৎস্য সাপ্তাহ উদযাপন উপলক্ষে যে সকল কর্যক্রম রয়েছে তা হল মাইকিং, পোস্টার, ফেস্টুন ইত্যাদির মাধ্যমে ব্যাপক প্রচারনা সাংবাদিকদের সাথে মত বিনিময়, মাছের পোনা অবমুক্ত,মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও মসাফল্য বিষয়ে নির্মিত প্রমান্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্য জীবিদের সাথে স্বাস্থ্য বিধি অনুসরন পূর্বক মতবিনিময় সভা। মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ প্রদান, পুকুরে মাটি ও পানি পরিক্ষা, মৎস্য চাষীদের উত্তম মৎস্য চাষ বেগবান করা নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করা হয়। এছাড়া বর্ষা মৌসুম শুরুতে নদীর বাঁধ বন্ধকরা, কারেন্ট জাল জব্ধ করা, রাস্তা ঠিক রেখে পুকুরে মাছ চাষ করা ও মাছের খাদ্যের মান নিয়ন্ত্রন এবং খাদ্যের দাম নিয়ন্ত্রিত রাখা নিয়েও মতবিনিময় সভায় আলোচনা করা হয়।