মো: নুর আলম:
দীর্ঘ কর্মব্যস্ততা থেকে কিছুটা স্বস্তি পেতে মাধবদীতে বিদ্যাবাড়ির উদ্যোগে শনিবার (২৭ জানুয়ারী) এক ‘আনন্দ ভ্রমন’ এর আয়োজন করা হয়।
বিদ্যাবাড়ি সংগঠনের সভাপতি বেলাল আহমেদ এর নেতৃত্বে আয়োজক কমিটিতে আরো ছিলেন বিদ্যাবাড়ির উপদেষ্টা মোহাম্মদ আল আমিন রহমান, অধ্যাপক মো. ইসমাইল ভূঞা, ফজলুল হক মিলন, নরসিংদী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোসা. সাহিদা বেগম, কমিশনার মো. রাজিব আহম্মেদ, সহ ড. এ্যাড: মনিরুজ্জামান মোল্লা (এ.পি.পি), সুমন সরকারসহ আরও অনেকে।
ঢাকার বাড্ডায় অবস্থিত ‘ঠিকানা ভিলেজ’ এ এক মনোরম পরিবেশে দুপুরের খাবারের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা জানান, শত ব্যস্ততার মাঝে কোলাহল থেকে দূরে এসে খাবার খাওয়া ও বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমে জীবনের নতুন এক অনুভূতি যুক্ত হল।
পরিশেষে আনন্দ প্রকাশের অংশ হিসেবে বিশেষ গান, কবিতা আবৃত্তিসহ আনন্দ ভ্রমনে অংশগ্রহণকারীরা লটারিতে অংশ নেয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর মাধ্যমে আনন্দ সফর শেষ হয়।