মাধবদী সংবাদদাতা ঃ নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নের শ্যামরায়ের কান্দী গ্রামে প্রভাবশালী মহলের নির্দেশে নিরিহ দোকানদারকে চুরির অভিযোগ এনে হাতুরি পেটা করলেন এলাকার কিছু সন্ত্রাসী। থানায় অভিযোগ ও এলাকাবাসী এবং জমশের ও তার পরিবার জানায়, শ্যামরায়ের কান্দী গ্রামের আবেদ আলীর ছেলে জমশের আলীর কাছে চাদাঁ দাবী করেন একই এলাকার হালিম, আজিজুল, ইকবাল, ইয়াসিন। জমশের আলী চাদাঁ গিতে আপত্তি জানালে তার উপর নেমে আসে নির্যাতন। উল্লেখিত ব্যাক্তিদের নির্দেশে নুর ইসলাম, রুবেল, স্বপন, কালাম, সোহরাব, সাইকুল, জাইদুল, আলাল, আসিম গত ১৪মে সকাল ৭টায় স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে জমশের আলীর উপর মটর চুরির অভিযোগ করা হলেও তা প্রমাণ করতে ব্যর্থ হয় অভিযুক্ত কারীরা তারপরও সকলের উপস্থিতিতে যন্ত্রের উপর অতর্কিত হামলা চালানো হয় তার উপর চলে নির্মম নির্যাতন। এসময় জমশের তার স্ত্রী ও ছেলেকে দেশীয় অস্ত্র ও হাতুরী দিয়ে তাকে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। তার দোকান ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে ঘরের থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এসময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন আসলে সন্ত্রাসীরা প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। উপস্থিত রত স্থানীয় ব্যক্তিবর্গ এ বিষয়ে নিন্দা জ্ঞাপন করে সুষ্ঠু বিচারের দাবি জানায়। বর্তমানে জমশের আলী তার পরিবার পরিজন নিয়ে আতংকের মধ্যে দিনাতিপাত করছে। প্রশাশনের কাছে ন্যায় বিচার কামনা করছে। এবিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার ও লোকজনের সাথে কথা বললে তারা জানায় আমরা ঘটনার সত্যতা পেয়েছি। আমরা তাদের বলেছি স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে সালিশের মাধ্যমে বিচার করে দিবো।