নিজস্ব প্রতিবেদক। নরসিংদী শিবপুর উপজেলা শাখার উদ্যোগে ইটাখোলা গোলচত্বরে বাংলাদেশ মানবাধিকার কমিশন শিবপুর উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে ২৫/৪/২০২২ইং রোজ সোমবার এই ঈদ উপহার ভিতরণ করা হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন শিবপুর উপজেলা শাখার সভাপতি আবু আল সিরাজীর সৌজন্যে ও সভাপতিত্বে বাস্তবায়ন হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সামসুল হুদা মুকুল, সহ-সভাপতি আবু নাসের মোহাম্মদ মামুদ খানু,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল সরকার,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্বাছ উদ্দিন কবির, অর্থ সম্পাদক মোঃ আলতাফ হোসেন প্রধান,সহ অর্থ সম্পাদক খাদিজা বেগম, সাংগঠনিক সম্পাদক মোঃ কাউছার ভুইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহিন মিয়া (কাউছার), মহিলা বিষয়ক সম্পাদক রুবি বেগম, আন্তর্জাতিক সম্পাদক মানিক মিয়া,সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন (খুকু মেম্বার), নিবার্হী সদস্য, মনির হোসেন, মোঃ এস এ বাছেদ,জিয়াদ ভুইয়া, সঞ্চালক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মানিক, তিনি বলেন,মানবাধিকার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে, আমাদের দেশে ও বহির্বিশ্বে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। প্রতিমুহূর্তেই কোথাও না কোথাও মানুষ বঞ্চিত হচ্ছে তার প্রাপ্য মৌলিক অধিকার থেকে।এক জন মানবাধিকার কর্মী হিসেবে আমার সদা সচেষ্ট থাকব, সমাজে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে।যদি ও সর্ব ক্ষেত্রে এককভাবে সর্বত্র এসব অধিকার রক্ষা করা সম্ভব নয়।তাই মানবাধিকার প্রতিষ্ঠায় মানবাধিকার কর্মীদের পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মানুষ মানুষের জন্য মানবতার জয় হোক জয় হোক বাংলাদেশ মানবাধিকার কমিশন BHRC ।