নাসিম আজাদ, পলাশ(নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে গত তিন দিনের ব্যবধানে দুটি দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এর মধ্যে সোমবার (১০ জানুয়ারী) ভোর সারে ৪টার দিকে ঘোড়াশাল পৌরসভার পাইসকা এলাকায় বসবাসরত সাবেক মেয়র শরীফুল হকের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সাবেক মেয়রের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ৫/৬ জনের একটি ডাকাত দল বাসার জনালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে লোকজনদের জিম্মি করে ফেলে। ডাকাতরা বাসার আলমারি ও লকার ভেঙে নগদ ১ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের বাঁধা দিতে গেলে ডাকাতদলের এলোপাথারী কোপে শরীফুল হক মারাত্বক ভাবে আহত হন।প্রতিবেশীরা ঘোড়াশাল রৌশন জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি চিকিৎসা নেন।খবর পেয়ে সাংসদ আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদীর পুলিশ সুপার আশরাফুল আজীম,পৌর মেয়র আল্ মোজাহিদ হোসেন তুষার, রেব-১১ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সি সি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয়ে গেছে। তবে এব্যাপারে এখনো কোন অভিযোগ থানায় দাখিল করেনি। উল্লেখ গত বৃহস্পতিবার সন্ধায় ঘোড়াশাল পৌর শহরের দড়িহাওলা পাড়ায় বসবাসরত সাবেক প্রধান শিক্ষক আবুল কাসেমের বসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডিফেন্সের লোক পরিচয় দিয়ে তল্লাশির নামে ডাকাতির ঘটনা ঘটায়।এসময় নগদ ৮৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। # নাসিম আজাদ ১০.০১.২০২২ ০১৭৩৩৭৮৯৫০৮ পলাশ, নরসিংদী।