সুমন পাল, মাধবদী(নরসিংদী)প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদী পাইকারচর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে আজ ২২ অক্টোবর শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন এর উদ্দ্যোগে দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের মন্দির, ঘরবাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, হিন্দুদের হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তারা এ ঘটনার সাথে জড়িত জঘন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি ও তীব্র নিন্দা এবং ধিক্কার জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন মন্দিরের সভাপতি ব্রক্ষচারীজয় রাম, সহ সভাপতি পীয়ুস কান্তী দাস, জীবন কৃষ্ণ সাহা, কালাচাঁদ সাহা, মীরা রানী সাহা, সাধারণ সম্পাদক শান্তি ভূষণ সাহা, সহ সম্পাদক সুশেন সাহা, রামদাস পাল, কোষাধ্যক্ষ চন্দন চক্রবর্তী , সদস্য হনুমান দাস, ভজন বৌমিক, সুমন ঘোষ, তুলশি বর্মণ, ডা. শ্রীনিবাস বর্মণ, নাথুরাম দাস, হরিপদ বৌমিক, চন্দন মল্লিক, ঠিটু পাল, লিটন মোদক, চন্ডী চরন সাহা, বিমল সাহা, রতন সূত্রধর, বিধান সাহা, সহ অন্যান্য সদস্য ও ভক্তবৃন্দ।
##
সুমন পাল
মাধবদী নরসিংদী প্রতিনিধি