1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুপ্ত হত্যা, বর্বর হামলা ও হুমকির প্রতিবাদে ‘মাধবদী ছাত্র জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল খুনিদের ফাঁসির দাবিতে কাঁঠালিয়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত মাধবদীতে বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলদের নিয়ে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য দিবস উপলক্ষে রির্সোস ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে প্রবীণদের অংশগ্রহণে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নরসিংদীতে অভিবাসী কর্মীদের ন্যায়বিচার নিশ্চিতকরণে ‘জেলা পর্যায়ে কেস রেফারেল লিংকেজ প্রতিষ্ঠা’ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দুইদিন ব্যাপী বৃত্তি পরীক্ষা ২৪ ও ৭১ এর চেতনাকে ধারণা করে নতুন বাংলাদেশ বিনির্মানে বিজয় দিবসকে অর্থবহ করে তুলতে হবে— ইসলামী আন্দোলন মাধবদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত শেখেরচর বাজার বণিক সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। খোর্দ্দনওপাড়া দারুল ফোরকান মহিলা মাদ্রাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মাধবদী থানা প্রেসক্লাবের বার্ষিক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

  • আপডেট সময়: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২১ জন দেখেছেন

মাধবদী থানা প্রেসক্লাবের বার্ষিক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

মনিরুজ্জামান,নরসিংদীঃ মাধবদী থানা প্রেসক্লাবের বার্ষিক নৌকা ভ্রমণ ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৪ সেপ্টেম্বর) ক্লাবের সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেঘনা নদীতে দিনব্যাপী এ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের মেঘনা বাজার নৌঘাট থেকে কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে নৌ ভ্রমনের যাত্রা শুরু করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাধবদী থানা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক অধিকার নরসিংদী জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির।


মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আল-আমিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক আনন্দ ভ্রমণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর ঐতিহাসিক সোনারগাঁ জাদুঘরের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। মাধবদী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহিন’র সঞ্চালনায় প্রধান অতিথি আল-আমিন সরকার বিভিন্ন সাংগঠনিক আলোচনা ও সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। দুপুর আড়াইটার সময় নৌকা তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে। দুপুরের খাবারের পর সংগঠনের সোনারগাঁ জাদুঘর ও পানামা নগরের প্রাচীন স্থাপত্য শিল্পের মনোমুগ্ধকর কারুকাজ অবলোকন শেষে বিকেল সাড়ে পাঁচটায় ফেরার পালা শুরু হয়।
বিকেলের স্নিগ্ধ সমীরণ ও সূর্যের আলো নদীর টলমল পানিতে পড়ে এক মনোমুগ্ধকর অপরূপ দৃশ্যের অবতারণা করে। স্নিগ্ধ শীতল বাতাস, নদীর তীরবর্তী বাড়িঘর ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে করতে কখন যে নৌকা মেঘনা বাজার ঘাটে এসে নোঙর ফেলেছে তা কেউ বুঝতেই পারেনি। নৌকা ভ্রমণটি সত্যিকার অর্থেই অনেক আনন্দ ও উপভোগ্য ছিল। শহরের কোলাহল ছেড়ে ঐতিহাসিক স্থান দর্শন, নদী ও প্রকৃতির সাথে সময় কাটানোর এ সুন্দর মুহূর্তটুকু প্রত্যেকের স্মৃতিপটে দীর্ঘদিন জমা থাকবে।
এসময় মাধবদী থানা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ইমন ঞ্জসিদ্দিকী,সাংগঠনিক সম্পাদক নূরে আলম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আহসান হাবীব রোমান, দপ্তর সম্পাদক আওলাদ হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস, কার্য নির্বাহী সদস্য মেহবুব ইয়াসিন সৃজন, আঃ হান্নান মানিক, মোক্তার হোসেন, মঞ্জুরুল ইসলাম আরিফ ও আবু হানিফসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

#মনিরুজ্জামান
নরসিংদী
০৪-০৯-২০২১
০১৭১১-৪৫৫৩৭৩

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.