
সুমন পালঃ
আগামী ৬সেপ্টেম্বর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের জনসভাকে সফল করার লক্ষ্যে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির মাজার বাসস্ট্যান্ড কার্যালয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক হাজী মোঃ মনির হোসেন (ভিপি মনির)। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপি নেতা ও নরসিংদী বাজার বনিক সমিতির সভাপতি মোঃ বাবুল সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী যুবদলের সিনিঃ সহ সভাপতি মোঃ শাহান সাহ্ শানু। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল বাদশা, মেহেরপাড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাবুল মিয়া, মেহেরপাড়া ইউনিয়ন শ্রমীক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম কালু, মেহেরপাড়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সহ বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।