সুমন পালঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রামান্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৯ আগষ্ট শনিবার মাধবদী কলেজ হলরুমে।
মাধবদী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আলহাজ্ব কামাল আহাম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী কলেজ পরিচালনা পর্ষদের হিতৈষী সদস্য মোঃ আনোয়ার হোসেন (আনু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য মোঃ আল আমিন, মাধবদী কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য মোঃ আরাফাত রহমান, মাধবদী কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য মোঃ নুরুল হক, মাধবদী কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মোঃ ইয়াহ ইয়া, মাধবদী কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মোঃ আহসান উল্লাহ। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রামান্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় সার্বিক তত্বাবধানে ছিলেন মাধবদী কলেজ শিক্ষক প্রতিনিধি অধ্যাপক এসএম খাদিজা আক্তার, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোহাম্মদ এনামুল হক, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক যশোদা দুলাল চক্রবর্তী, ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক কামরুল হক, সহকারী অধ্যাপক শিরিন আক্তার, সহকারী অধ্যাপক উত্তম কুমার সাহা সহ কলেজের শিক্ষার্থী বৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ভূলে গেলে চলবে না। তাদের ত্যাগকে স্বার্থক করার জন্য শোককে শক্তিতে পরিনত করে সামনে এগিয়ে যেতে হবে।