মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে হিলফুল ফুজুল ইসলামী সংগঠন কবিরাজপুরের উদ্যোগে প্রায় অর্ধশত পরিবারের মধ্যে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। গত ২৯ মার্চ রাতে সংগঠনটির সদস্যগণ এই সহায়তা পৌঁছে দেন। গ্রামের সকলের মধ্যে মুসলমানদের ধর্মীয় প্রধান উৎসব ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য এই সহায়তা প্রদান করা হয়। বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, পোলার চাল, মুরগির গোশত, পিয়াজ, সাবান ও সয়াবিন তেল।
সংগঠনটির সদস্যগণ মনে করেন এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলো ঈদের আনন্দ ভাগ করে নিতে পারবে। সমাজের দুঃস্থ ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও সংগঠনটি এই ধরনের জনসেবামূলক কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
০১৯১২-৪৮৫০৮৫