সুমন পালঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিন্ম আয়ের এক হাজার মানুষের মাঝে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর আয়োজনে ২৫ মার্চ মঙ্গলবার মাধবদী এস পি ইনস্টিটিউশন মাঠে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু এর সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর উপদেষ্টা খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট মোমেন মোল্লা, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইউম মোল্লা, ভাইস প্রেসিডেন্ট হাসিব আহম্মেদ মোল্লা। আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন শাহিন, আনোয়ার হোসেন আনু, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক নাজমুল হক ভূঞা, দেলোয়ার হোসেন দুলাল, আওলাদ হোসেন মোল্লা, ছানাউল্লাহ মিলন, মনির হোসেন, নাসির উদ্দিন, মোশারফ হোসেন, দেলোয়ার হোসেন, রাজিবুল আলম, নাসির আহম্মেদ রিগান, সরোয়ার হোসেন ভূঞা(ঝন্টু), আসাদুজ্জামান, ইফরান আহম্মেদ মোল্লা রিপন, সোহেল সরকার, এনায়েত সারজিদ, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক পরিচালক কাজিন উদ্দিন, মাধবদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডা. জাকারিয়া, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী ওয়াসিম, মাধবদী থানা যুবদলের আহবায়ক শাহান উল্লাহ, কাঠালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ ইসহাক মিয়া, মাধবদী থানা কৃষক দলের আহবায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব খন্দকার মাহবুব প্রমুখ।