নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হামলা ও বাড়িঘরে লুটপাটের ঘটনা ঘটেছে।
রবিবার সকালে নরসিংদীর মাধবদী থানাধীন মহিষাশুরা ইউনিয়নের আটপাইকা উত্তরপাড়া এলাকার মোঃ হান্নানের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মোঃ হান্নান বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখ করে আরো ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলো, ওমর আলী, পিতামৃত- আহাদ আলী, সেলিম, পিতামৃত- ওমর আলী, শিউলি , স্বামী- সেলিম, সোহেল , পিতা- ওমর আলী, রাসেল, পিতা- ওমর আলী, এনামূল, পিতা- মোক্তার, জোনাইদ , পিতা- সিদ্দিক, মোক্তার, পিতামৃত- আহাদ আলী, সোনিয়া সহ অজ্ঞাতনামা ২/৩ জন।
অভিযোগে তিনি উল্লেখ করেন পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে আজ সকাল ৮ টার সময় ওমর আলীর নেতৃত্বে উল্লেখিত বিবাদীরা ধারালো দা, চাপাতি, লোহার পাইপ, রড ও লাঠিসোটা নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে তাকে, তার পিতা মুনসুর আলী, মা ফজিলা বেগম, ছোট ভাই ইকবাল ও ছোট ভাইয়ের স্ত্রী মাসুদা বেগমকে পিটিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে এবং বসত ঘরের টিনের বেড়া ও বাড়ির গেইট ভাংচুর করে আলমারিতে থাকা ০৩ (তিন) ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। বর্তমানে তার মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
মকবুল হোসেন নরসিংদী
নরসিংদী
২১-০৪-২৪