সুমন পালঃ
নরসিংদী জেলার বেলাব থানা পুলিশ ডাকাত দলের সদস্য ও একাধিক মামলার আসামী মোঃ আমির হোসেন কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, গ্রেফতারকৃত আসামী মোঃ আমির হোসেন (৩৮) বেলাব থানার সর্দার বাড়ী চরবাঘরের ঝালকান্দা গ্রামের হযরত আলীর ছেলে। বেলাব থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ এর নেতৃত্বে এস আই মোঃ নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বেলাব থানার ৪টি ডাকাতি ও অস্ত্র মামলার জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত এবং ডাকাতি ও অস্ত্র মামলাসহ ১৮টির অধিক মামলার আসামী মোঃ আমির হোসেন কে ২১ আগষ্ট গভীর রাতে জুহুরিয়া কান্দা নতুন মোড় এলাকা হইতে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন দেশে ও বিদেশে পলাতক ছিল। আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।