সুমন পালঃ
নরসিংদীর মাধবদীতে বিরামপুর দড়িপাড়া প্রিমিয়ার ফুটবল খেলার ফাইনাল আজ বিকেলে মাধবদী সতি প্রসন্ন ইনষ্টিটিউশন খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন মাসুম বিল্লাহ একাদশ বনাম রহমত উল্লাহ একাদশ। খেলায় ১-০ গোলে রহমত উল্লাহ একাদশ জয়ী হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সহকারী পরিচালক আলহাজ্ব মোস্তফা আজিজুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। আরো উপস্থিত ছিলেন মাধবদী শহর আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, মাধবদী পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন, সমাজ সেবক আ.ফ.ম সাঈদ হাসান কাজল, মাধবদী পৌরসভার সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর আমেনা বেগম জোৎস্না, শাহানাজ আক্তার, সমাজ সেবক আনিসুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। খেলায় বিজয়ী দলকে পঞ্চাশ হাজার ও রানার্সআপ দলকে ত্রিশ হাজার টাকা প্রদান করা হয়।