মকবুল হোসেন মাধবদী নরসিংদী প্রতিনিধি ঃ গতকাল বিকেলে চরদিগলদি ইউনিয়নের বালুমাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৩ বছরের চরদিগলদি ইউনিয়নের বিবাদমান দুই পক্ষের টেটা যুদ্ধ অবসানে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন নরসিংদী জেলার মান্যবর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম , এ এস পি সদর সার্কেল,কে এম শহিদুল ইসলাম সোহাগ,সদর এসি ল্যান্ড মাহদি হাসান কাউসার, ও মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জান।বক্তব্য রাখেন স্থানীয় চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহীন, কালা ভুঁইয়া, শওকত আলী প্রধান, সাবেক চেয়ারম্যান খোকন সরকার,আবু মনসুর সরকার, ইকবাল হোসেন, আমির হোসেন সরকার নাজিম উদ্দীন সহ উভয় পক্ষের নেতৃবৃন্দ। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামানের সভাপতিত্বে শান্তি সমাবেশে উভয় পক্ষ আর কখনো টেটা যুদ্ধে লিপ্ত হবে না বলে প্রতিশ্রুতি দেন।
দীর্ঘ রক্তক্ষয়ী টেটা যুদ্ধ অবসানে এলাকাবাসি আনন্দিত ও উৎফুল্ল।
মকবুল হোসেন মাধবদী নরসিংদী