মকবুল হোসেন মাধবদী নরসিংদী প্রতিনিধি ঃ অনেক দিন ধরেই অনলাইন বিজনেসের সাথে জড়িত।সে হোমমেইড খাবার নিয়ে কাজ করে আসছে।সেগুলোর মধ্যে উল্ল্যেখযোগ্য নকশীপিঠা সহ সব রকম পিঠা,সব রকম আচার ও ছোট খাট অনুষ্ঠানের সহ সব রকম খাবার।
তার ফেইজবুক পেইজ এর নাম “”ছন্দার পণ্য””
সে সুনামের সাথে তার পণ্য ক্রেতার কাছে পৌছে দিয়ে, ইতিমধ্যেই সবার দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে।
সে বানিজ্য মন্ত্রনালয়ের অর্থায়নে ট্রেনিংপ্রাপ্ত।
Food and beverage নিয়ে বর্তমানে ট্রেনিংরত অবস্থায় আছে।
সম্প্রতি সে ICT Division থেকে
স্মার্ট নারী উদ্দ্যোক্তা ২০২২ পেয়েছে।
সাহিনা সুলতানা ছন্দার পিতা মাধবদী পৌরসভার কাশীপুর নিবাসী প্রখ্যাত সাংবাদিক সাহিত্যিক মৃত সফিকুল ইসলাম ।