সুমন পালঃ মাধবদী পৌর স্বর্ন শিল্প সমিতির আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও আজ ১৭ সেপ্টেম্বর শনিবার শিল্প ও কারুকার্য়ের দেবতা বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা স্বর্ন শিল্প সমিতির সভাপতি কমল মিত্র ও সেক্রেটারী অরবিন্দু বণিক এর পরিচালনায় মাধবদী বাজার দুধ পট্রি ২৯তম বিশ্বকর্মা পূজা ২দিন ব্যাপী স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করা হয়। এসময় বাজারের প্রায় ৩শতাধিক স্বর্ণশিল্পী পূজায় অংশ গ্রহন করেন। সকাল থেকে পূজা অর্চনা শুরু করে দুপুরের দিকে বিশ্বকর্মার চরনে পুস্পাঞ্জলি অর্পনের মাধ্যমে স্বর্ণ শিল্পীরা তাদের আরাধ্য দেবতাকে সন্তুষ্টি করার চেষ্টা করে। পুস্পাঞ্জলির পর আগত সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
##