1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নিখোজের ৪০ ঘন্টা পর বালু নদী থেকে শান্তর লাশ উদ্ধার মাধবদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অবস্থান লাগামহীন মোটরসাইকেল, ১৫ দিনেই ঝরল ৬ তরুণ প্রাণ বন্ধন জনকল্যান সংস্থার আয়োজনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত র‍্যাবের অভিযানে মাদক সহ একজন আটক মাধবদীতে ক্রেতা সংকট: রাস্তায় পচছে কোরবানির চামড়া মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু নরসিংদীতে চুরি হওয়া মোবাইল উদ্ধার করে পুলিশ হস্তান্তর করলো অ্যাডভোকেট মনসুর আলী শিকদারকে মাধবদীতে বাস ভাড়া ও রেস্টুরেন্টে ভোক্তা অধিকারের অভিযান মাধবদী কলেজে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন: ইয়াহইয়া, ছাত্তার ভূঁইয়া ও আহসান বিজয়ী

মাধবদীর আমদিয়াতে শেয়ালের হানা আহত ৭

  • আপডেট সময়: সোমবার, ৬ জুন, ২০২২
  • ২০২ জন দেখেছেন

 

এম. শরীফ হোসেন: মাধবদীর আমদিয়া ইউনিয়নে পাগলা শেয়ালের হানায় কমপক্ষে ৭জন আহত হবার খবর পাওয়া গেছে। রোববার ৫ই জুন রাত ১০টা হতে ১১টার আলাদা আলাদা সময়ের মধ্যে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- বনাইদ গ্রামের রতন মিয়া (৬৩) ও জয়নাল মিয়া, ছেরেন্দা গ্রামের আসমত আলী (৩৫), রবিউল (২২), আখালিয়া গ্রামের মজিবুর রহমান, সিরাজ মিয়ার মেয়ে ও নাতি।

ছেরেন্দা গ্রামের বাসিন্দা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন জানান, ঘটনার সময় একদল পাগলা শেয়াল ইউনিয়নের ছেরেন্দা, বনাইদ, আখালিয়া গ্রামের লোকালয়ে প্রবেশ করে। এসময় রাস্তা বা বাড়ির আঙ্গিনায় যাকেই পেয়েছে তাকেই কামড়ে আহত করে পালিয়েছে। শেয়ালের দল গ্রামে গ্রামে ঘুরে ফিরে ছেরেন্দা, বনাইদ ও আখালিয়া গ্রামের কমপক্ষে ৭জনকে কামড়িয়ে আহত করে। এছাড়াও এই দলটি মাস তিনেক আগেও হানা দিয়ে এলাকায় প্রায় ১০জনকে আহত করেছিল। বর্তমানে শেয়ালের এমন পরপর ২টি হামলায় পুরো এলাকাজুড়ে এক আতংক বিরাজ করছে।

প্রত্যেক্ষদর্শী ও ঘটনার শিকার হতে বেঁচে যাওয়া ছেরেন্দা গ্রামের অহিদ আলী (৬৫) ও রকি মিয়া (২০) জানান, তারা রাস্তায় ছিলেন এমন সময় তাদের দিকে শেয়ালের দল আক্রমনাত্বকভাবে দৌঁড়ে আসতে দেখে কোনমতে তারা পালিয়ে বাঁচেন।

সংবাদ লেখার সময় পর্যন্ত ৭জন শেয়ালের কামড়ে আহত হয়েছে যার মধ্যে ১জন মহিলা ও ১জন বৃদ্ধ রয়েছে। আহতদেরকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তবে এদের একজন রতন মিয়ার অবস্থা শংকটাপন্ন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.