সুমন পালঃ নরসিংদীর মাধবদীতে বিরামপুর দড়িপাড়া প্রিমিয়াম ফুটবল লীগ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বিরামপুর দড়িপাড়া আদর্শ যুবসংঘের উদ্দোগ্যে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মো: মোশাররফ হোসেন প্রধান মানিক। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন শেফাল একাদশ বনাম রহমত উল্লাহ একাদশ। নির্ধারিত সময়ে খেলায় কোন গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে উভয় দলকে মাঠ ছাড়তে হয়। মাসব্যাপি উক্ত টুর্নামেন্টে আটটি টীম অংশ গস্খহণ করবে। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো: শেখ ফরিদ, মোস্তফা আজিজুল করিম, আব্দুল আহাদ, মিজানুর রহমান, খবির উদ্দিন তালুকদার, আব্দুল মোমেন মাষ্টার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
##