সুমন পালঃ
আসন্ন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক আলহাজ্ব আজাহার অমিত প্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিক পাওয়ায় আজ ৩ নভেম্বর ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম খাঁন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক।
আরো উপস্থিত ছিলেন হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা, মেহেরপাড়া ইউনিয়নের মেম্বার সুরঞ্জিত সেন সুজিত, বেলায়েত হোসেন, দানিছুর রহমান দানা, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক আলহাজ্ব কাইয়ুম মোল্লা,মাধবদী পৌর কাউন্সিলর মনিরুজ্জামান মনির শাহ, মাধবদী শহর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আঃ বাকির, হাফিজুর রহমান হাফেজ, মেহেরপাড়া ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি বাবুল সরকার, নরসিংদী সদর উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধ বিষয়ক আল আমিন প্রধান সহ ইউনিয়নের মেম্বার, সুধীজন, ব্যবসায়ী প্রমুখ।