সুমন পালঃ
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) মাধবদী থানা ও পৌর কমিটির উদ্যোগে ১লা মে আন্তর্জাতিক মহান মে দিবস সফল করার লক্ষ্যে ১লা মে বৃহস্পতিবার বিকেলে মাধবদী এস পি ইনস্টিটিউশন মাঠ থেকে একটি র্যালী বের হয়ে মাধবদী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্কুল মাঠে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। মাধবদী পৌরসভা কমিটির সভাপতি মনির হোসেন খান এর সভাপতিত্বে র্যালী ও আলোচনায় ছিলেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর মাধবদী থানা ও পৌরসভা শাখার উপদেষ্টা হাজী মোঃ দেলোয়ার হোসেন (কমিশনার), উপদেষ্টা আনোয়ার হোসেন আনু, উপদেষ্টা কাজী ওয়াসিম, উপদেষ্টা আল আমিন, রাকিবুল ইসলাম, কাজী কাউসার, মোঃ ইসরাফিল, মাধবদী থানা কমিটির সাধারণ সম্পাদক মামুন হোসেন খান সহ থানা ও পৌর কমিটির হাজারো শ্রমিক নেতৃবৃন্দ।