
সুমন পালঃ
নরসিংদী সদর উপজেলার ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ে ১৬ মার্চ রবিবার দুপুরে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ লাল মিয়া মোল্লা এর সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল কাইউম মোল্লা। আরো উপস্থিত ছিলেন ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মোঃ নজরুল ইসলাম, ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, রোকেয়া বেগম আদর্শ মহিলা মাদরাসার প্রধান শিক্ষক মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মৌলভী সোহরাব হোসেন। এ বছর অত্র প্রতিষ্ঠান হতে ৯১জন শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ করছে।