নরসিংদী প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে প্রথমবারের মতো ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গঠিত বিশুদ্ধ খাদ্য আদালত। বুধবার বিকেলে নরসিংদী বড় বাজারে এই আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: দেলোয়ার হোসেন। অভিযানকালে বাজারের ফলপট্টির ফলের দোকানে অভিযানকালে অধিকাংশ দোকানে পঁচা বাঙ্গি দেখতে পাওয়া যায়, এছাড়া লাল তরমুজ দেখিয়ে সাদা ও পচাঁ তরমুজ উচ্চমূল্যে বিক্রি, খাজুরে তৈল মিশ্রিত পরিলক্ষিত হয়। অপরদিকে আখের গুড়ের পরিবর্তে চিনির গুড় ও নষ্ট গুড় বাজারে বিক্রি করা হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে ১৭ ব্যবসায়ীর বিরোদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। এছাড়া পচাঁ ও নষ্ট তরমুজ, বাঙ্গি, খাজুর ও গুড় ধ্বংশ করা হয়। আইন মন্ত্রানারয়ের প্রজ্ঞাপন অনুযায়ী দেশ ও জনগনের স্বার্থে মানুষদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ও নিরাপদ বসবাসের উপযোগী পরিবেশ গঠনে জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একজন নিরাপদ খাদ্য আদালত ও একজন স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে আদালত পরিচালনা করবেন। এসময় জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: রাকিবুল ইসলাম, নিরাপদ খাদ্য অফিসার মারুফা হক, জেলা স্যানেটারী ইনসপেক্টর ওমর আলী ও র্যাব ১১ নরসিংদী কার্যালয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।