রাকিবুল হাসানঃ- নরসিংদী জেলার শিলমান্দী ইউনিয়নে”আলী হোসেন ফাউন্ডেশন’র উদ্যোগে আমের চারাগাছ বিতরণ করা হয়। বাংলাদেশ পরিষদ অরগানাইজেশন দক্ষিণ আফ্রিকার সভাপতি ও আলী হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আলী হোসেন সাহেবের উপস্থিতিতে আম গাছের চারা বিতরণ করা হয়। এসময় শিলমান্দী ইউনিয়নের সামাজিক সংগঠন গনের গাঁও ক্রিকেট একাদশ,পূর্বাশা সবুজ সংঘ,রেনেসাঁ ক্রীড়াচক্র,ভোরের কিরণ সহ প্রায় ডজনখানেক সামাজিক সংগঠনের প্রতিনিধির নিকট ১০০০(এক হাজার) আম গাছের চারাগাছ হস্তান্তর করা হয়।সংগঠন গুলো তাদের একালায় বাড়িতে বাড়িতে এসব চারা গাছ বিতরণ করবে। উল্লেখ ২০১৯ সাল থেকে বর্ষা মৌসুমে এ বৃক্ষ
রোপন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে আলী হোসেন ফাউন্ডেশন এর মাধ্যমে।