1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে রিক এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা নরসিংদীতে আজ ১০ডিসেম্বর আন্তর্জাতিক বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা,রেলী অনুষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল হাসিমের ২৯তম মৃত্যু বার্ষিকী নরসিংদী চেম্বার অব কমার্সের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিন্টুর নেতৃত্বাধীন ১৮ পরিচালক নির্বাচিত নরসিংদীতে এসএসসি ৯৪ বন্ধনের পরিচিতি ও মিলন মেলা অনুষ্ঠিত মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের আয়োজনে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা ইসকন নিষিদ্ধের দাবীতে উত্তাল ঢাকা-সিলেট মহাসড়ক আমদিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ মাধবদীতে বিরামপুর ৪ নং ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে বিরামপুর রয়েলস বিজয়ী মাধবদীতে জামায়াতের নবগঠিত কমিটির শহর আমীরের শপথগ্রহণ অনুষ্ঠিত

শিবপুরের সফল জননী মাহমুদা শেফালী

  • আপডেট সময়: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৮৬ জন দেখেছেন

শরীফ ইকবাল রাসেল:
“মাহমুুদা শেফালী” একজন সফল মহীয়সী নারী। একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী। চার সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলায় সফল জননী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এবছর জয়িতা অন্বেষনে বাংলাদেশ প্রতিযোগিতা ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে প্রতিটি উপজেলা থেকে ৫জন নারীকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে জয়িতা হিসেবে পুরস্কৃত করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধিনে মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করেন। এবছর নরসিংদীর শিবপুর উপজেলায় সফল জননী ক্যাটাগরীতে স্বীকৃতি লাভ করেছেন শিবপুর উপজেলার ভঙ্গারটেক এলাকার বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান মিয়ার স্ত্রী মাহমুদা শেফালী।
চার সন্তানের জননী তিনি। এছাড়া গর্বিত একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রীও। বাবার বাড়ি শিবপুর উপজেলার আশ্রাবপুর। দুই ভাই তিন বোনের মধ্যে তিনি চতুর্থ। বাবা রমজান আলীর চতুর্থ সন্তান শেফালী মাহমুদা। তৎকালীন সামাজিক গোঁড়ামির কারনে খুববেশী লেখাপড়া করতে পারেননি। যারফলে ১৯৭৩ সালের ৬ ডিসেম্বর একই উপজেলার মো: শাহজাহান মিয়ার সাথে অল্প বয়সেই বিয়ে হয়ে যায়। এদিকে স্বামী শাহজাহান মিয়া ছাত্রাবস্থায় দেশ মাতৃকার টানে যুদ্ধে চলে যান। যুদ্ধ শেষে দেশে এসেই দু-বছর পর বিয়ে করেন। বিয়ের পর স্বামী শাহজাহান বিএসসি পাশ করেন এবং স্থানীয় আটাশিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। কিছুদিন পর শিক্ষকতা ছেড়ে টিএন্ডটিতে যোগদান করেন। সেখানেও বেশীদিন চাকরী করেননি। অবশেষে বাংলাদেশ রেলওয়ে যোগদান করেন। সেই সুবাধে দেশের বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন।
এরই মধ্যে প্রথম সন্তান হিসেবে জন্মনেন মো: সোহেল নামে পুত্র সন্তান। তিনি লেখাপড়া শেষে বর্তমানে চাকরী করেন। এরপর জন্ম নেন শাহনুর মিয়া নামে আরো এক পুত্র সন্তান। তিনি সর্বোচ্চ লেখাপড়া শেষে সোনালী ব্যাংক লিমিটেড এ উচ্চ পদস্ত কর্মকর্তা হিসেবে প্রধান কার্যালয়ে কর্মরত রয়েছেন। এরপর তৃতীয় সন্তান হিসেবে জন্মলাভ করেন শামীমা সুলতানা নামে কণ্যা সন্তান। তিনি সর্বোচ্চ শিক্ষা শেষে শিক্ষা ক্যাডারে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে নরসিংদী সরকারী কলেজে প্রাণী বিদ্যা বিভাগে অধ্যাপনা করছেন। কনিষ্ঠ সন্তান হিসেবে পৃথিবীর আলো দেখেন ডা: শাকুর মাহমুদ। তিনিও দেশের সর্বোচ্চ শিক্ষা শেষে স্বাস্থ্য ক্যাডারে বিসিএস পরীক্ষায় উত্তীর্ন হয়ে বর্তমানে কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।
সব মিলিয়ে মাহমুদা শেফালী একজন উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তার মা, একজন সফল শিক্ষিকার মা, দুই জন বিসিএস ক্যাডারের মা এবং একজন লেখক ও কবির মা। এবছরের ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষে শিবপুর উপজেলা প্রশাসন সফল জননী হিসেবে সম্মাননা স্বরপ সনদপত্র ও ক্রেষ্ট উপহার দেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.