রাকিবুল হাসানঃ-মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়
নরসিংদী জেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গণে।
প্রাকৃতিক বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার মানুষের ঢল নেমেছে নরসিংদীর রাজপথে।
প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জি এম তালেব হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব পীরজাদা কাজী মোহাম্মদ আলী,নরসিংদী শহর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও সাবেক মেয়র, আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল , নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মিছিল এর আগে দলীয় নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের কটুক্তি ও প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় তীব্র নিন্দা জানান। পাশাপাশি হুশিয়ারি দেন যে, ভবিষ্যতে আওয়ামী লীগ বর্তমানের মতো সকল সংগ্রাম মোকাবেলায় রাজ পথে আছে এবং থাকবে।
প্রতিবাদ সমাবেশের পর নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণ থেকে গোলাপ চত্বর হয়ে ঐতিহাসিক সূতপট্রি মোর ও স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে এসে সমাপ্ত করেন।
এছাড়াও বিক্ষোভ মিছিলে নরসিংদী জেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগ,সদর থানা আওয়ামী লীগ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।