নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আমৃত্যু সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক হাসানের ১৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৯ ডিসেম্বর) হাসান স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছিল। এসব কর্মসূচীর মধ্যে ছিল, সকালে মরহুমের কবরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম ও মিলাদ মাহফিল।
বিকেলে উপজেলার ঘোড়াশাল পৌর আওয়ামী লীগ কার্যালয় চত্বরে স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বীর মুক্তিযোদ্ধার কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করেন,নরসিংদী -২ আসনের সাংসদ আলহাজ্ব আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
হাসান স্মৃতি সংসদের পরিচালক ও কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সহসম্পাদক তানজিরুল হক রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পলাশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র শরীফুল হক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার।
স্বরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম সফি, পলাশ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ভূইয়া শেখর, সাবেক পৌর কাউন্সিলর শরীফুল হক ও উপজেলার বিভিন্ন ইউনিয়নর আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ, বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক হাসান অবিভক্ত গাজীপুর জেলার কালিগন্জ থানা ছাত্র লীগের সভাপতি (১৯৭০)এবং কালিগন্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন (১৯৭৩)।পরবর্তীতে পলাশ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত।তিনি ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দূর্দিনে পলাশ উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করেছেন। ১৯৮৬ ও ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নরসিংদী -২ আসন থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
#
নাসিম আজাদ
২৯.১২.২০২১
পলাশ, নরসিংদী।