1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :

চরদীঘলদীতে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন দেলোয়ার হোসেন শাহীন।

  • আপডেট সময়: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩২৮ জন দেখেছেন

দ্বিতীয় ধাপে নরসিংদীর ১২ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।
তারমধ্যে নরসিংদীর রায়পুরা উপজেলার ১০ টি ও সদর উপজেলার ২ টি।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয়েছে বিকেলে ৪টায়।

এতে নরসিংদী সদর উপজেলার চরদীঘলদীতে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহীন (আ.লীগ) ।
তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার নৌকা প্রতীকে ৬৮৩১ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন ।
তিনি সর্বমোট নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৭৮১১ টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মার্কায় ভোট পেয়েছেন ৯৮০ টি, অন্যন্য স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে পেয়েছেন ১০০টি ভোট স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৯ টি ভোট স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে পেয়েছেন ৪৩ টি ভোট, চরদীঘলদী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৯৭৩ টি যার মধ্যে থেকে বাতিলকৃত ভোটার সংখ্যা ১১১ টি ।
রাস্তা-ঘাটের উন্নয়ন,সাধারণ মানুষের জীবন-মান সহজ করণ,ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ টেটা যুদ্ধ বন্ধ করবে বলে ইউনিয়নবাসীর প্রত্যাশা।
তিনি সবাইকে সাথে নিয়েই কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং শান্তি পূর্ণ নির্বাচন উপহার দেওয়াতে তিনি চরদীঘলদী ইউনিয়নবাসী সহ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.