সুমন পালঃ গত ১৮ সেপ্টেম্বর নরসিংদীর মাধবদীতে নাছিমা বেগম (৪০) নামে পৌলানপুর এলাকার ভাড়াটিয়া বাসা থেকে এক গৃহবধুর মৃত দেহ উদ্ধার করে পুলিশ। ভাড়াটিয়া বাসায় নিহত নাছিমা ও তার স্বামী মোঃ হাবিবুর রহমান তাদের ছোট শিশু সৌরভ কে নিয়ে তাদের বসবাস ছিল। নাছিমা নিহত হওয়ার পর থেকে স্বামী হাবিবুর পলাতক ছিল। মাধবদী থানায় মামলা দায়ের হওয়ার পর তদন্তকারী এসআই মোঃ আরিফুর রহমান তথ্য প্রযুক্তির মাধ্যমে ১৬ ঘন্টার মধ্যে ঢাকা জেলার আদাবর থানা এলাকা থেকে হাবিবুর কে আটক করে। পুলিশের হাতে আটকের পর হাবিবুর তার স্ত্রী নাছিমা কে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে। মাধবদী থানায় মামলা নং ১৪।