সুমন পালঃ মাধবদী মহা বিদ্যালয়ের এইচ,এস,সি ২০২২ পরীক্ষার্থীদের বিদায় অনু্ষ্ঠান উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে আজ দুপুর ১২টায় মহা বিদ্যালয় হল রুমে। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আবদুল্লাহ আল জাকী। বিশেষ অতিথি হিসাবে মহা বিদ্যালয়ের গভর্নিং বডির দাতা সদস্য ও বাংলাদেশ তাতীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শওকত আলী। আরো বক্ত্বব্য রাখেন মহাবিদ্যালয়ের শিক্ষক যশোদা দুলাল চক্রবর্ত্তী, গভর্নিং অভিভাবক সদস্য ভিপি হাফেজুর রহমান, সাংবাাদিক মোঃ নজরুল ইসলাম, সমীর দেবনাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ে অধ্যক্ষ দিলীপ কুমার চক্রবর্তী। অনু্ষ্ঠান পরিচালনা করেন মাধবদী মহাবিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক মামুন জন। উক্ত অনুষ্ঠানে এইচ এস সি পরিক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থী ও মহা বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।