সুমন পালঃ নরসিংদী সদর উপজেলার কাঁঠালিয়া ইউনিয়নে গত ১৯মার্চ শনিবার কাঁঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্ণেল (অব:) মো: নজরুল ইসলাম হিরু বীর প্রতিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন ভূইয়া, মাধবদী পৌরসভার মেয়র হাজী মো: মোশাররফ হোসেন প্রধান মানিক। আরো উপস্থিত ছিলেন কাঁঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি নূর উদ্দিন ভূইয়া, নরসিংদী জেলা শ্রমিকলীগের আহবায়ক রিপন সরকার, কাঁঠালিয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীণা আক্তার, নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খাদেমুল ইসলাম, কাঁঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল কাদির, সমাজ সেবক জহিরুল ইসলাম হিরণ মোল্লা, রাকিবুল হাসান, মাধবদী শহর শ্রমিকলীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান, সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, ছাত্রলীগ নেতা মাসুদ রানা জুনিয়র, শ্রমিকলীগ নেতা সোহেল, শফিউল্লাহ সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মী । আলোচনা শেষে স্কুলের ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন।
##
সুমন পাল