মকবুল হোসেন :- মাধবদী থানার খোর্দনওপাড়ার শিল্প পতির গোয়াল ঘর থেকে গর্ভবতী গাভীর মাংস চুরি করে নিয়ে গেছে একদল চোর।গতমঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।বিশিষ্ট শিল্প পতি ও নরসিংদী চেম্বারের সাবেক সভাপতি আলহাজ্ব আবদুল হালিম সাহেবের গোয়াল ঘরে চারটি অস্ট্রেলিয়ান গাভী পালন করতেন তিনি। গভীর রাতে গোয়াল ঘর থেকে একটি গর্ভবতী গাভী ঐ রাতের কোন একসময় পার্শ্ববর্তী শিল্প কারখানার মেসিন শূন্য সেডে নিয়ে জবাই করে মাংস চুরি করে নিয়ে গেছে। গাভির বাছুর টি রেখে গেছে নিষ্ঠুর চোরের দল।এ ব্যাপারে মাধবদী থানায় সাধারণ ডাইরি করেছেন আলহাজ্ব আবদুল হালিম সাহেব। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
(মকবুল হোসেন মাধবদী নরসিংদী)