মকবুল হোসেন মাধবদী নরসিংদী প্রতিনিধ ঃ নরসিংদীর মাধবদী থানাধীন আলগী মনোহর পুর নতুন বাজারে হুমায়নের ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে
এ ব্যাপারে মাধবদী থানা অফিসার ইনচার্জ (তদন্ত ) তারিকুল ইসলাম জানায়, দুজনেই একই বাড়ির
ভাড়াটিয়া, ঘটনার দিন গত ১৩ই জানুয়ারি দুপুরে আশরাফুলের ছয় বছরের মেয়ে রানী (ছদ্মনাম)কে খাবারের প্রলোভন দেখিয়ে আব্দুল বাতেন বিছানায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে শিশু ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে শিশু রাণীর জওয়ানবন্দি অনুযায়ী আব্দুল বাতেন কে আটক করে পুলিশ তবে এ ব্যাপারে পুলিশ ঘটনার সততা স্বীকার করে এবং আসামির ব্যাপারে ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে হলেও জানান । আশরাফুল রাজবাড়ী জেলার পাংশা থানার নদুরিয়া গ্রামের বাসিন্দা বলে জানান এবং আব্দুল বাতেন ,কুড়িগ্রাম জেলার অলিপুর থানার নয়ঘুরিয়া গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে সে দীর্ঘদিন মাধবদীতে বসবাস করছে আসছে।
মকবুল হোসেন মাধবদী নরসিংদী