সুমন পালঃ
জিয়াউর রহমান(২৭), গত ২ মে শুক্রবার সকাল সাড়ে ৮ ঘটিকায় মাধবদী থানাধীন মহিষাশুড়া ইউনিয়ন এর কোতয়ালীরচর ফায়ার সার্ভিস রাস্তার মোড়ে পার্শ্বে নিজের অজান্তে হারিয়ে যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, এখন পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় নাই, খোঁজাখুঁজি অব্যাহত আছে। এ বিষয়ে মাধবদী থানায় জিডি নং: ৩৬৬ তারিখ: ০৮/০৫/২০২৫। পিতাঃ নজরুল ইসলাম, মাতাঃ জোলেখা বেগম, স্থায়ী ঠিকানাঃ নাউরি, ধামনী, ওয়ার্ড নং ৭, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। বর্তমান ঠিকানাঃ কোতয়ালীরচর, মহিষাশুড়া, মাধবদী, নরসিংদী। অবিবাহিত। যোগাযোগঃ ০১৮৮৩৩২৫৪০৩, ০১৮৫৯১৪৩৫৬০। উচ্চতা ৫ফুট ১০ইঞ্চি। গায়ের রং শ্যামলা।